Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ঘোড়াঘাটে দুপুর পর্যন্ত ভোট পড়েছে ৩১ শতাংশ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

মে ৮, ২০২৪, ০৩:৩৯ পিএম


ঘোড়াঘাটে দুপুর পর্যন্ত ভোট পড়েছে ৩১ শতাংশ

প্রথম ধাপে আজ সকাল ৮টা থেকে শুরু হয়েছে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। দুপুর আড়াইটা পর্যন্ত এই উপজেলায় ভোট পড়েছে ৩১ দশমিক ২৯ শতাংশ।

বুধবার দুপুর আড়াইটায় ৪৪ কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার শাহীনুর আলম।

এর আগে সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টিতে ভোটার শূন্য ছিল অধিকাংশ ভোট কেন্দ্র। বৃষ্টি কিছুটা কমে যাবার পর কিছু কিছু কেন্দ্রে ভোটার সংখ্যা বৃদ্ধি পেতে থাকে।

উপজেলা নির্বাচন কার্যালয়ের তথ্য বলছে, এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৭ হাজার ৮২ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৫৩ হাজার ২১৫ জন এবং মহিলা ভোটার ৫৩ হাজার ৮৬৭ জন। উপজেলার চারটি ইউনিয়ন এবং একটি পৌরসভার মোট ৪৪টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বলেন, দুপুর পর্যন্ত কোন ভোট কেন্দ্রে কোন ধরনের অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ কার্যক্রম চলমান আছে। আমাদের বিপুল সংখ্যক সদস্য দায়িত্ব পালন করছে।

ইএইচ

Link copied!