Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

কুষ্টিয়ায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কাউন্সিলর আটক

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া প্রতিনিধি

মে ৮, ২০২৪, ০৩:৫৬ পিএম


কুষ্টিয়ায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কাউন্সিলর আটক

উপজেলা পরিষদ নির্বাচনে কুষ্টিয়া সদর উপজেলার একটি কেন্দ্রে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্থানীয় পৌরসভার কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মীর রেজাউল ইসলাম বাবুকে (৫৫) আটক করা হয়েছে।

তিনি পৌর ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ও শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

বুধবার বেলা ১২টার দিকে সদর উপজেলার চৌড়হাস মুকুল সংঘ কেন্দ্র থেকে তাকে আটক করে পুলিশ।

কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আবু আনসার তাকে আটকের বিষয়টি  নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আটক কাউন্সিলরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সিদ্ধান্ত পরে জানানো হবে।’

আটক আওয়ামী লীগ নেতা আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান আতার সমর্থক।

চৌড়হাস মুকুল সংঘের প্রিসাইডিং অফিসার এম এস মাসুদুজ্জামান জানান, স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে তার সমর্থকরা ভোট কেন্দ্রের বাইরে মূল গেটের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি ও হট্টগোল করছিল। এতে সাধারণ ভোটারদের নিরাপত্তার কথা চিন্তা করে আইনশৃঙ্খলায় নিয়োজিত দায়িত্বরত পুলিশ তাকে আটক করে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, আটকের বিষয়টি জেনেছি। তাকে বিজিবির টহল গাড়িতে রাখা হয়েছে। এখন পর্যন্ত তাকে থানায় আনা হয়নি।

ইএইচ

Link copied!