Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

হবিগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ প্রতিনিধি

মে ৮, ২০২৪, ০৪:০৩ পিএম


হবিগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর তত্ত্বাবধানে ও হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ৪৫তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে জেলা প্রশাসকের কালেক্টর প্রাঙ্গণে এর উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পরিচালক (যুগ্মসচিব) মো. ওয়াহিদুল ইসলাম।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম সেবা, উপ-পরিচালক স্থানীয় সরকার প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে উপস্থিত ছিলেন।

বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুদিনের জন্য ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করে।

ইএইচ

Link copied!