Amar Sangbad
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪,

শিলাইদহের কুঠিবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

মে ৮, ২০২৪, ০৫:২১ পিএম


শিলাইদহের কুঠিবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন

কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় শিলাইদহ কুঠিবাড়ি সংলগ্ন মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রথম দিনের আলোচনা সভায় কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া- ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুষ্টিয়ার পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সরোয়ার মুর্শেদসহ অনেকে।

ইএইচ

Link copied!