Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচন: ভোট পড়েছে ৩৯.৪১ শতাংশ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

মে ৮, ২০২৪, ০৫:৩২ পিএম


ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচন: ভোট পড়েছে ৩৯.৪১ শতাংশ

দিনাজপুরের ঘোড়াঘাটে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে শেষ হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ।

বুধবার সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ কার্যক্রম শেষ হয় বিকাল ৪টায়। সর্বশেষ ফলাফল অনুযায়ী এই উপজেলায় ভোট পড়েছে ৩৯.৪১ শতাংশ। এরপর শুরু হয় ভোট গণনার কাজ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কেন্দ্রগুলোতে চলছে ব্যালট পেপার গণনার কাজ।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহীনুর আলম বলেন, ভোট গণনার কাজ চলমান আছে। এরপর ব্যালট পেপার নিরাপত্তা প্রহরার মধ্যদিয়ে উপজেলায় নিয়ে আসা হবে। এরপর সকল কেন্দ্রের ফলাফল একত্রিত করে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

ইএইচ

Link copied!