Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি

মে ৮, ২০২৪, ০৫:৩৮ পিএম


শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জের সলঙ্গা থানার মালতিনগর হযরত শাহজালাল দাখিল মাদরাসার কৃষি শিক্ষক জাহিদুল ইসলামের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকাবাসী।

বুধবার দুপুর ১২টার দিকে মালতিনগর হযরত শাহজালাল দাখিল মাদরাসায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।

এ সময় শিক্ষক জাহিদের অপসারণ ও শাস্তির দাবিতে নানা স্লোগান দিতে থাকে শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় লোকজন।

মানববন্ধনে শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযোগ করে বলেন, সম্প্রতি মাদরাসার আয়ার সাথে অনৈতিক সম্পর্ক এবং আপত্তিকর অবস্থায় স্থানীয়রা হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। এতো কিছু করার পরেও কীভাবে সে চাকরিতে বহাল তবিয়তে থাকে। একজন শিক্ষক এতবড় ন্যাক্কারজনক কাজ করতে পারেন এটা ভাবতেই অবাক লাগে। আমাদের মেয়েদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে আমরা শঙ্কিত।

শিক্ষককে অপসারণ ও শাস্তির ব্যবস্থা না করলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেয় তারা।

মানববন্ধনে মাদরাসার সাবেক সভাপতি আমিনুল ইসলাম হুদা, সাবেক ইউপি সদস্য আবুল কাশেম, আইয়ুব আলী, আবুল বাশার, নাজমুল ইসলাম, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!