Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ফরিদপুরে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ওবায়দুর রহমান

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

মে ৮, ২০২৪, ০৫:৫২ পিএম


ফরিদপুরে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ওবায়দুর রহমান

জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪ ফরিদপুর জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন সালথার নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান।

মঙ্গলবার জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল স্বাক্ষরিত এক পত্রে ফরিদপুর জেলার কলেজ পর্যায়ে মো. ওবায়দুর রহমানকে জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত করা হয়েছে।

তার এই অর্জনে কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষকবৃন্দ ও এলাকাবাসী আনন্দে উচ্ছ্বসিত।

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয়ে ওবায়দুর রহমান বলেন, আমি জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪ এ উপজেলা পর্যায়ে মূল্যায়নে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছি। এখন জেলা পর্যায়েও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন করায় ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী,  কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর মিঞা লুৎফার রহমান, কলেজের জমিদাতা, গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ, সহকর্মীবৃন্দসহ সকলের নিকট সহযোগিতা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে কলেজটির শিক্ষার পরিবেশ উন্নয়নের ধারায় আপনাদের সকলের সম্পৃক্ততা কামনা করছি।

উল্লেখ্য, কলেজের শিক্ষার্থী নুজহাত নাহীয়ান জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীর কৃতিত্ব অর্জন করেছে।

ইএইচ

Link copied!