Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫,

উপজেলা নির্বাচন : ১ম ধাপ

বন্দরে জাতীয় পার্টির মাকসুদ হোসেন নির্বাচিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

মে ৮, ২০২৪, ০৯:৩৮ পিএম


বন্দরে জাতীয় পার্টির মাকসুদ হোসেন নির্বাচিত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে সকল কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। জাতীয় পার্টির মাকসুদ হোসেন আনারস প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তিনি পেয়েছেন ২৯৮৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মহানগর বিএনপির বহিষ্কৃত সহ-সভাপতি আতাউর রহমান মুকুল চিংড়ি প্রতীক নিয়ে ১৫ হাজার ৬৫৩ ভোট পেয়েছেন।

এছাড়াও বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এমএ রশিদ দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৬০৮ ভোট।

এর আগে উপজেলার ৫টি ইউনিয়নে ৫৪টি কেন্দ্রের ৩৫৭টি ভোট কক্ষে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৫৬৪ জন।

ইএইচ

Link copied!