মাগুরা প্রতিনিধি
মে ৯, ২০২৪, ০৯:৫৬ এএম
মাগুরা প্রতিনিধি
মে ৯, ২০২৪, ০৯:৫৬ এএম
বুধবার সকাল ৮টা থেকে উপজেলার ১২০টি কেন্দ্রে ৮৩৮ টি কক্ষে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে।
১৩টি ইউনিয়ন এবং একটি প্রথম শ্রেণির পৌরসভা নিয়ে গঠিত মাগুরা সদর উপজেলা পরিষদ। এ উপজেলায় ভোটার সংখ্যা তিন লক্ষ তেইশ হাজার পাচঁশত ছয়জন।
ভোট গণনা শেষে রাত ১০.৩০টার দিকে শেখ শরিফুল ইসলাম উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সদর উপজেলা মাগুরা। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন।
এতে মোটরসাইকেল প্রার্থী রানা আমির ওসমান ৮৩ হাজার ৫ শত ৭১ ভোট পেয়ে বিজয় অর্জন করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল ইসলাম হেলিকাপ্টার প্রতীক নিয়ে পেয়েছেন ৫০ হাজার ৮ শত ৬৩ ভোট। উত্তম কুমার বিশ্বাস তিনি পেয়েছেন,১ হাজার ১ শত ৪৩ ভোট,এবং মীর আব্দুল কুদ্দুস আনারস ১ হাজার ১ শত ৪৪ ভোট।
এছাড়া অন্য প্রার্থীদের মধ্যে,ভাইস চেয়ারম্যান পদে,আপালে মাহমুদ মাইক ৩৪৭৬০ ভোট,বাহারুল ইসলাম টিউবওয়েল ৫৪০২৬ ভোট সুমন কুমার ঘোষ উড়োজাহাজ ৪২১৪৪ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে,মিনতী রানী দত্ত পদ্ম ফুল ৩১৮৭৭ ভোট। সোনিয়া সুলতানা কলস ৫৯৭১০ভোট এবং রোকসানা ইয়াসমিন নাজু ফুটবল ৩১২৩৭ ভোট পেয়েছেন।
আরএস