Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

উপজেলা নির্বাচন : ১ম ধাপ

দিরাইয়ে প্রদীপ রায়, মনসুর ও ছবি চৌধুরী নির্বাচিত

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

মে ৯, ২০২৪, ১২:২০ পিএম


দিরাইয়ে প্রদীপ রায়, মনসুর ও ছবি চৌধুরী নির্বাচিত

প্রথম ধাপের অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, ভাইস চেয়ারম্যান পদে এ বি এম মনসুর সুদীপ মহিলা ভাইস চেয়ারম্যান পদে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন বিএনপির থেকে বহিষ্কৃত নেত্রী দুইবারের সাবেক ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী। 

বুধবার ( ৮ মে) রাতে দিরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিটুন মল্লিক  সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা পরিষদ নির্বাচনে ৭৪ টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল ঘোষণা করেন।  চেয়ারম্যান পদে প্রদীপ রায় (দোয়াত কলম) প্রতীক ৩০ হাজার ৪৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায় (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৯৩৬ ভোট। তৃতীয় হয়েছেন আনারস প্রতীক এর গোলাপ মিয়া ১৫ হাজার ৪৭৭ ভোট। ভাইস চেয়ারম্যান পদে এবিএম মনছুর সুদীপ ২৪ হাজার ৫২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফয়সাল আহমেদ টিউবওয়েল প্রতীক পেয়েছেন ১৮ হাজার ৮৬৮ ভোট। 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক দুইবারের ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ২৮ হাজার ২৮৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাফসা বেগম ( সেলাই মেশিন)  প্রতীক পেয়েছেন ২৩ হাজার ২১৩ ভোট। রিনা বেগম ( ফুটবল)  প্রতীক পেয়েছেন ১৬৮৬১।  ৮ মে বুধবার সকাল ৮ টায় থেকে ৪ টায় পর্যন্ত ভোট গ্রহণ চলে। দিরাই উপজেলায় ১ লাখ ৭২ হাজার ২২৫ জন ভোটার।

আরএস

Link copied!