Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

মে ৯, ২০২৪, ০২:৩৬ পিএম


বিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম পর্যায়ে অনুষ্ঠিত নির্বাচনে দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ৪২ হাজার ৯ শত ৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আ.লীগের আলহাজ্ব পারভেজ কবীর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী কৃষক লীগের আলহাজ্ব মতিউর রহমান পেয়েছেন ৩২ হাজার ৮ শত ৭ ভোট।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) ও  সহকারী রিটার্নিং কর্মকর্তা জোবায়ের হোসেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা জোবায়ের হোসেন জানান, উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৫১ হাজার ৬৪৬ জন। এর মধ্যে মধ্যে বৈধ ভোটের সংখ্যা ছিল ৭৫ হাজার ৭ শত ৭৪টি।

ভাইস চেয়ারম্যান পদে মো. আতাউর রহমান চশমা মার্কা প্রতীকে ৩২ হাজার ৬ শত ১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি খোরশেদ আলম মানিক পেয়েছেন ১৭ হাজার ১ শত ৮৩ টি ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস মার্কা প্রতীকে উম্মে কুলসুম বানু ২৯ হাজার ৮ শত ৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী বৈদ্যুতিক পাখা মার্কা নিয়ে ভোট পেয়েছেন ২২ হাজার ৪ শত ২৩টি।

ইএইচ

Link copied!