Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫,

উপজেলা পরিষদ নির্বাচন: কাউনিয়ায় আনোয়ারুল মায়া নির্বাচিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

মে ৯, ২০২৪, ০২:৪১ পিএম


উপজেলা পরিষদ নির্বাচন: কাউনিয়ায় আনোয়ারুল মায়া নির্বাচিত

১ম ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন রংপুরের কাউনিয়ায় আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়া (মোটর সাইকেল) প্রতীকে ৬০ হাজার ৭শ ১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুর রাজ্জাক (আনারস) পেয়েছেন ৪৭ হাজার ৮শ‍‍` ৬৩ ভোট।  

ভোটগ্রহণকালে ১টি পৌরসভাসহ ৬টি ইউনিয়নের কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সরেজমিনে উপজেলার উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকালে গুড়ি গুড়ি বৃষ্টি থাকায় ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার উপস্থিতি ছিল চোখে পরার মতো, তবে বেশির ভাগ কেন্দ্রে পুরুষ ভোটারের লাইন চোখে পরেনি।

ভোট চলাকালে বিজিবি, র‌্যাব, পুলিশ, রাস্তায় রাস্তায় টহল দিতে দেখা গেছে। ভোটাররা তাদের নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে রাস্তার মোড়ে মোড়ে স্লোগান দিতে দেখা গেছে। সকাল ৮ থেকে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে কাউনিয়ায় শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ইএইচ

Link copied!