Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

টাঙ্গাইলের মধুপুর

উপজেলা চেয়ারম্যান হলেন অ্যাডভোকেট ইয়াকুব আলী

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মে ৯, ২০২৪, ০৪:১৭ পিএম


উপজেলা চেয়ারম্যান হলেন অ্যাডভোকেট ইয়াকুব আলী

টাঙ্গাইলের মধুপুরে হাজারো জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. ইয়াকুব আলী।

বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণের মধ্য দিয়ে শেষ হলো ১ম ধাপে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ নির্বাচন।

মধুপুরের লালমাটির অঞ্চলের মানুষ প্রায় দীর্ঘ ৩৪ বছর পর ২য় বারের মতো উপজেলা চেয়ারম্যান পেলেন।

৯০ দশকে বৃহত্তর মধুপুর-ধনবাড়ী নিয়ে গঠিত উপজেলায় পাহাড়ি অঞ্চলের সরকার পরিবার থেকে প্রথমবারের মতো আব্দুল বাছিদ সরকার মোমবাতি প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয় লাভ করেন।

হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান আদিবাসী মিলে রাজনৈতিক মতাদর্শ ভুলে এক কাতারে সবাই চলে আসেন আব্দুল বাছিদ সরকারকে বিজয়ী করতে।

এবারও উপজেলা নির্বাচনে জাতী ধর্ম, দলমত ভুলে সবাই একজন মানুষ গড়ার কারিগর অ্যাডভোকেট ইয়াকুব আলীকে বেছে নিয়েছেন। তিনি একজন সৎ সাদা মনের মানুষ বলেই ৭৩,৩২৮ জন ভোটার ব্যালটের মাধ্যমে তার প্রমাণ দেখিয়েছে।

নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে ছয়জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ উপজেলায় মোট ভোটার ২ লাখ ৫৫ হাজার ২১৮ জন এবং তৃতীয় লিঙ্গের একজন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৭ হাজার ৪১৯ জন এবং নারী ভোটার ১ লাখ ২৭ হাজার ৭৯৮ জন। মোট ভোটকেন্দ্র ছিল ৯০টি এবং ভোটকক্ষ ৬০৪টি।

নির্বাচনের পরিবেশ অবাধ ও সুষ্ঠু করতে নিয়োজিত ছিল সাত প্লাটুন বিজিবি, দুই প্লাটুন র‍্যাব, প্রতিটি কেন্দ্রে চারজন পুলিশ, ১৫ জন আনসার সদস্য এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন। নির্বাচন পরিদর্শন করেন টাঙ্গাইল জেলা  পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

তার দিকনির্দেশনায় মধুপুর সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি ও থানার অফিসার ইনচার্জ ইনচার্জ মোল্লা আজিজুর রহমান পুলিশ অফিসারদের নিয়ে মধুপুর উপজেলাকে নিরাপত্তার চাদরের প্রাচীর তৈরি করেন। যে কারণে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীক নিয়ে অ্যাডভোকেট ইয়াকুব আলী ৭৩, ৩২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান হিসেবে ৪৪, ৪১৫ ভোট পেয়ে জয়লাভ করেন মো. সজীব এবং মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে ৭২, ৯৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নিগার সুলতানা রুবি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় এ উপজেলা নির্বাচন সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ হওয়ায় দেশে আবারও নতুন করে ভোটের পরিবেশ খুঁজে পেয়েছে সর্বস্তরের জনগণ। প্রতিহিংসা, আক্রোশ, বিভেদ ভুলে নতুন এই উপজেলা চেয়ারম্যান হোক সকল মানুষের, প্রতিটি নাগরিকের এমন প্রত্যাশা করেন উপজেলাবাসী।

ইএইচ

Link copied!