জয়পুরহাট প্রতিনিধি
মে ৯, ২০২৪, ০৪:২২ পিএম
জয়পুরহাট প্রতিনিধি
মে ৯, ২০২৪, ০৪:২২ পিএম
প্রথম ধাপে জয়পুরহাটের কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা পরিষদের নির্বাচনে বেসরকারি ফলাফল পাওয়া গেছে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম স্বাক্ষরিত ফলাফল শিটে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
জয়পুরহাটের কালাই উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন মোটরসাইকেল মার্কায় ৪২ হাজার ৪৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল আনারস মার্কায় পেয়েছেন ৩০ হাজার ৯৪৩ ভোট।
ক্ষেতলাল উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষেতলাল পৌর আওয়ামী লীগের সভাপতি দুলাল মিয়া সর্দার দোয়াত কলম মার্কায় ৩০হাজার ৩৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামী লীগ নেতা তাইফুল ইসলাম তালুকদার আনারস মার্কায় পেয়েছেন ২২ হাজার ৯০১ ভোট।
আক্কেলপুর উপজেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোকসেদ আলী মন্ডল মোটর সাইকেল মার্কায় ১৯ হাজার ৫৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এক সময়ের বিপ্লবী ছাত্র মৈত্রীর সদস্য সর্দার নুরুন্নবী আরিফ আনারস মার্কায় পেয়েছেন ৩ হাজার ১২৫ভোট।
দু’ একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে বলেও জানান জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম।
ইএইচ