Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

কাপাসিয়া উপজেলা পরিষদ: আবারও চেয়ারম্যান হলেন আমানত হোসেন খান

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

মে ৯, ২০২৪, ০৪:২৮ পিএম


কাপাসিয়া উপজেলা পরিষদ: আবারও চেয়ারম্যান হলেন আমানত হোসেন খান

গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২য় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আমানত হোসেন খান।

বুধবার রাত ১১টার দিকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান ভূইঞা।

রিটার্নিং কর্মকতা ঘোষিত ফলাফল অনুযায়ী, কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অ্যাডভোকেট আমানত হোসেন খান মোটরসাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ৪৫ হাজার ৯২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ নেতা মাহবুব উদ্দীন আহমেদ সেলিম আনারস প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ২২৬ ভোট।

কাপাসিয়া উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো. হাফিজুল হক চৌধুরী আইয়ুব। তিনি টিয়া পাখি প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইমান উল্লা শেখ ইমু তালা প্রতীক নিয়ে পেয়েছেন ২০ হাজার ১০১ ভোট।

কাপাসিয়া উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শামীমা নাছরিন শিখা। তিনি ফুটবল প্রতীকে পেয়েছেন ৬৫ হাজার ২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রওশান আরা সরকার কলস প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৭০০ ভোট।

ইএইচ

Link copied!