Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

শ্যামনগরে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

মে ৯, ২০২৪, ০৪:৫৪ পিএম


শ্যামনগরে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রভাষক সাঈদ-উজ জামান। আনারস প্রতীক নিয়ে তিনি ৫১ হাজার ৩৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। পঞ্চম উপজেলা পরিষদে তিনি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন।

উপজেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাঈদ-উজ জামান প্রতিদ্বন্দ্বির তুলনায় ১৯ হাজার ২৭৭ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন। তার প্রধান প্রতিদ্বন্দ্বি গোলাম মোস্তফা বাংলা পেয়েছেন ৩২ হাজার ৭৪ ভোট।

সাঈদ-উজ জামান ছাড়া অপর দুই প্রার্থী ছিলেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলার কৈখালী ইউনিয়ন আ.লীগের আইন বিষয়ক সম্পাদক।

এদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে নাজমুল হুদা রিপন এবং হাঁস প্রতীক নিয়ে খালেদা আইয়ুব ডলি বিজয়ী হয়েছেন। রিপনের প্রাপ্ত ভোট ১৯ হাজার ২১৩ ভোট। রিপন ছাত্রলীগের সাবেক কর্মী এবং ডলি উপজেলা আ.লীগের আইন বিষয়ক সম্পাদক।

ইএইচ

Link copied!