Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

নীলফামারীতে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময় সভা

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী প্রতিনিধি

মে ৯, ২০২৪, ০৭:২৩ পিএম


নীলফামারীতে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময় সভা

নীলফামারীতে শিল্প কারখানার দূষণ নিয়ন্ত্রণপূর্বক সবুজ শিল্পায়নে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে শিল্প কারখানার দূষণ নিয়ন্ত্রণপূর্বক সবুজ শিল্পায়ন বিষয়ক এক মতবিনিময় সভা সভাপতিত্ব করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন শিল্প কারখানার উদ্যোক্তাসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ বলেন, সকল শিল্প প্রতিষ্ঠান কারখানার বর্জ্য পরিবেশসম্মত ভাবে নিয়ন্ত্রণ ও অপসারণপূর্বক দূষণ নিমন্ত্রণ করে সবুজ শিল্পায়ন গড়ার পরামর্শ দেন।

তিনি আরও বলেন, সিঙ্গেল ইউজড প্লাস্টিক ব্যবহার বন্ধ, শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণ, তরল বর্জ্য পরিশোধনে ইটিপি স্থাপন এবং চিকিৎসা বর্জ্য নিয়ন্ত্রণের জন্য সভায় উপস্থিত শিল্প কারখানার মালিকদের অনুরোধ জানিয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

ইএইচ

Link copied!