গাজীপুর প্রতিনিধি
মে ৯, ২০২৪, ০৭:৩৯ পিএম
গাজীপুর প্রতিনিধি
মে ৯, ২০২৪, ০৭:৩৯ পিএম
গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ৪৯টি কেন্দ্রর প্রাপ্ত ফলাফলে তথ্যের ভিত্তিতে চেয়ারম্যান পদে বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া) প্রতীক নিয়ে ইজাদুর রহমান মিলন ১৯ হাজার ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন (আনারস) প্রতীকে ১০ হাজার ২`শ ৪৮ ভোট পেয়েছেন।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন (টিওবয়েল) প্রতীক নিয়ে ১৫ হাজার ১`শ ২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী জুয়েল ডালী (উড়োজাহাজ) প্রতীকে ৮ হাজার ৬`শ ২৬ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাসিনা সরকার (ফুটবল) প্রতীকে ১৯ হাজার ৬`শ ২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি (কলস) প্রতীকে মৌসুমি রেজা বৃষ্টি ১৬ হাজার ৭`শ ৬৪ ভোট পেয়েছেন।
এর আগে গাজীপুর সদর উপজেলার চারটি ইউনিয়নে সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। মোট ৪৯টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১লাখ ৩৪ হাজার ৪শ ৭৮ ভোট। এর মধ্যে ভোট পরেছে ৪৪ হাজার ১শ ৭৯ ভোট। ভোট বাতিল হয়েছে ২ হাজার ৭৪৮ ভোট।
ইএইচ