Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

মাটিরাঙ্গায় প্রান্তিক কৃষকদের পেনশন স্কিম বিষয়ে সভা অনুষ্ঠিত

পার্বত্যাঞ্চল প্রতিনিধি:

পার্বত্যাঞ্চল প্রতিনিধি:

মে ৯, ২০২৪, ০৭:৫০ পিএম


মাটিরাঙ্গায় প্রান্তিক কৃষকদের পেনশন স্কিম বিষয়ে সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে প্রান্তিক পর্যায়ের কৃষি কৃষকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (৯ মে) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে গোমতি ইউনিয়নে সার্বজনীন পেনশন স্কিম বিষয়ে  প্রান্তিক  কৃষকদের অবহিতকরণ সভা ও স্পট রেজিস্ট্রেশন কার্যত্রুমে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।

এসময় মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান,মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো.সবুজ আলী, উপ-সহকারী কৃষি অফিসার মো.আমির হোসেন সহ প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী বলেন, সরকারি চাকরিজীবীদের পাশাপাশি সকল শ্রেণির মানুষ ও প্রান্তিক কৃষকের  সুরক্ষায় সার্বজনীন পেনশন স্কিম চালু করেছে সরকার। ১৮ বছর থেকে ৫০ বছর বয়সী ব্যক্তিরা এ খাতে এক হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন।

গোমতি ইউনিয়নের প্রান্তিক কৃষকরা সার্বজনীন পেনশন স্কিম স্পট রেজিস্ট্রেশন করেন।এ সময় তাদের হাতে পেনশন স্কিমের রেজিস্ট্রেশন ডকুমেন্ট তুলে দেন  মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।

বিআরইউ

Link copied!