Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নাগরপুরে ধানক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মে ১০, ২০২৪, ০৪:৫৯ পিএম


নাগরপুরে ধানক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বারাপুষা গ্রামে থেকে অঞ্জনা বেগম (৪২) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার বেকড়া ইউনিয়নের বারাপুষা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।

অঞ্জনা বেগমের স্বামী নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে অঞ্জনা তার বাপের বাড়ি যাবে বলে বাড়ি থেকে বের হন। তারপর থেকে অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি।

স্থানীয়রা একটি লাশ ধানক্ষেতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন জানান, উদ্ধারকৃত লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে ওই নারীর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ইএইচ

Link copied!