Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

সুবর্ণচরে ট্রাক দুর্ঘটনায় হেল্পার আহত

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

মে ১০, ২০২৪, ০৫:১৮ পিএম


সুবর্ণচরে ট্রাক দুর্ঘটনায় হেল্পার আহত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চরবৈশাখী আজাদ নগর এলাকায় ট্রাক দুর্ঘটনায় ট্রাকের হেল্পার মারাত্মক আহত হয়েছেন৷

শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা ঘটে৷

এলাকাবাসীরা জানান, ট্রাকের মূল ড্রাইভারে ভাতিজা (হেল্পার) গাড়িটি চালিয়েছিল৷ আহত হেল্পার উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চরবৈশাখী গ্রামের মো. ইব্রাহিমের পুত্র মো. রাজিব উদ্দিন৷

ট্রাকের ড্রাইভার মো. শামীম আমার সংবাদকে জানান, তিনি গাড়িতে ছিলেন না৷ তার হেল্পার গাড়ির গতি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনার স্বীকার হয়৷ গাড়িতে কোন মালামাল ছিল না৷

এ ঘটনায় সুবর্ণচর ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই গাড়িটি উদ্ধার হওয়ায় তারা কোন মন্তব্য করেননি৷ তবে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷

ইএইচ

Link copied!