Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কলাপাড়ায় কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

মে ১০, ২০২৪, ০৬:৩৭ পিএম


কলাপাড়ায় কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় কলেজ শিক্ষার্থী হালিমা জান্নাত মালিহা (২৪) নামের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় পৌরসভার মুসলিমপাড়া এলাকায় মামার বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থী মহিপুরের ব্যবসায়ী শহিদ মোল্লার মেয়ে। সে কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে আমতলী উপজেলার শাহাজাদা হাওলাদারের পুত্র আল হাদী মোহাম্মদ আবিরের সঙ্গে হালিমার বিবাহ হয়। সে ৭ দিন আগে মামার বাসায় বেড়াতে আসে। মামার বাসার তৃতীয় তলায় ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন। তার কোন সাড়া না পেয়ে কলাপাড়া থানায় খবর দেয়। থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে উদ্ধার করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহম্মেদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!