Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

হাতীবান্ধায় অবৈধভাবে গাছ কাটার অভিযোগ

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

মে ১০, ২০২৪, ০৬:৫১ পিএম


হাতীবান্ধায় অবৈধভাবে গাছ কাটার অভিযোগ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্দুর্নায় নিজ ভোগদখলীয় জমি থেকে অবৈধভাবে গাছ কাটার অভিযোগ উঠেছে মোশাররফ হোসেন খানসহ ৬ জনের বিরুদ্ধে।

মঙ্গলবার দুপুরে উপজেলার পূর্ব সিন্দুর্না এলাকায় জোরপূর্বক গাছ কেটে নেয়ার ঘটনাটি ঘটে।

অভিযুক্তরা হলেন, মোশারফ হোসেন খান, মোশারফ হোসেন খানের ছেলে মাহাফুজার খান, মিল্লাত খান, মতিউর রহমান খান এবং মোশারফ হোসেন খানের স্ত্রী রওশন আরা ছাড়াও অজ্ঞাত একজনসহ ৬ জনের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আমিনুল হক খান।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মোহন্ত বলেন, বিষয়টি আমার জানা নেই, অভিযোগ দিয়ে থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!