Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

হাতিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

মে ১১, ২০২৪, ০১:০২ পিএম


হাতিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পানিতে ডুবি দুই শিশুর মধ্যে এক শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার (১১ মে) প্রায় সাড়ে ১০টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের বড় দেইল ৬নং ওয়ার্ড আনা ব্যাপারির বাড়িতে এই ঘটনা ঘটে।

মৃত মোঃ আইমান (৩) উপজেলার বুড়িরচর ইউনিয়নের বড়দেইল ৬নং ওয়ার্ডের বাসিন্দা মৃত কাউছার উদ্দিনের ছেলে।

পানিতে ডুবি আহত তাকমিন ২ বছর ৯ মাস একই এলাকার বাসিন্দা একই বাড়ির ওমর ফারুকের মেয়ে। উভয়ে সম্পর্কে চাচাতো জেঠাতো ভাই বোন।

স্থানীয় সূত্রে জানা যায়, ছোট্ট দুই শিশু বৃষ্টির মধ্যে পুকুর পাড়ে খেলাধুলা করার সময় একজন পানিতে পড়ে গেলে অপরজন তুলতে গিয়ে সেও পানিতে ডুবে যেতে থাকে তাৎক্ষণিক তার চিৎকারে বাড়ির লোকজ ঘটনাস্থলে এসে তাকমিন নামে শিশু কন্যাকে উদ্ধার করলেও ডুবে যাওয়া আরেক শিশু আইমান সম্পর্কে অজানা ছিল।

পরে তাকেও না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর পানিতে ভাসতে দেখে মৃত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে স্থানীয় পল্লী চিকিৎসক পানিতে ডুবি ভেসে ওঠা শিশু আইমানকে মৃত বলে ঘোষণা করেন।

বিআরইউ

Link copied!