Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

রামপালে নদীতে ডুবে ৩য় শ্রেণীর ছাত্র নিখোঁজ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

মে ১১, ২০২৪, ০৬:৩৫ পিএম


রামপালে নদীতে ডুবে ৩য় শ্রেণীর ছাত্র নিখোঁজ

বাগেরহাটের রামপালের দাউদখালী নদীতে স্নান করতে নেমে শাওন সরকার (৮) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। সে উপজেলার গোবিন্দপুর গ্রামের মালো পাড়ার রতন সরকারের ছেলে। নিখোঁজ শাওন সরকার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র।

খবর পেয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, রামপাল থানা পুলিশ ও রামপাল ফায়ারসার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে গেছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড জানান, শনিবার দুপুর দেড়টার সময় গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দাউদখালী নদীতে বন্ধুদের সাথে গোসল করতে যায় তৃতীয় শ্রেণীর ছাত্র শাওন সরকার। তার বন্ধুরা গোসল করে চলে আসার সময় দেখতে পান শাওন নেই। পরে তাকে খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। শিশু শাওন বাবা মায়ের ছোট ছেলে হওয়ায় তার পরিবারে চলছে শোকের মাতম। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা ৬ টায়ও ফায়ারসার্ভিসের ডুবুরি দল নিখোঁজ শিশুকে উদ্ধার করতে পারেনি। তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছেন রামপালের ফায়ার লিডার আবু জাফর সিদ্দিক।

আরএস
 

Link copied!