Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

করতোয়া নদী থেকে ভিক্ষুকের লাশ উদ্ধার

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

মে ১১, ২০২৪, ০৭:৩১ পিএম


করতোয়া নদী থেকে ভিক্ষুকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের মাকড়কোলা গ্রামের করতোয়া নদী থেকে শাহজাহান আলী (৬০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে সিরাজগঞ্জ নৌ পুলিশ।

জানা যায়, উপজেলার গাড়াদহ ইউনিয়নের বওশাবাড়ি এলাকার ভিক্ষুক শাহজাহান আলী গত শুক্রবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সিরাজগঞ্জ নৌ-পুলিশ কর্মকর্তা আরিফুল ইসলাম এসে করতোয়া নদীর কচুরিপানার মধ্যে থেকে তার লাশ উদ্ধার করেন।

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেন জানান, নিহত শাহজাহান একজন মৃগী রোগী ছিলেন, গত রাতে কোন একসময় তিনি পানির মধ্যে পড়ে মারা যান। তার শরীরে কোন জখমের আলামত নাই।

ইএইচ

Link copied!