Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মধুপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মে ১২, ২০২৪, ০২:৪০ পিএম


মধুপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ অর্থনৈতিক শক্তি, নার্সিং সেবার ভিত্তি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গালের মধুপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়েছে।

রোববার সকালে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে দিবসটি পালিত হয়।

দিবসটি উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. তারেকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াকুব আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আর এম ও) ডা. ইমরান হোসেন, ডা. আতিকুর রহমান, ডেন্টাল সার্জন ডা. নুরে আলম, ডা. বিশ্বজিৎ দাস, নার্সিং সুপার ভাইজার ফাতেমা খাতুনসহ অন্যান্য নার্সিং কর্মকর্তা ও মধুপুর নার্সিং ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীরা।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মো. তোফাজ্জল হোসেন, আরিফা খাতুন ও মাকসুদা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র স্টাফ নার্স শারমিন আক্তার ও মর্জিনা।

ইএইচ

Link copied!