Amar Sangbad
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪,

কাপ্তাইয়ে এসএসসিতে পাশের হার ৭০.৬২ শতাংশ

আমার সংবাদ ধর্ম ডেস্ক

মে ১২, ২০২৪, ০৩:২০ পিএম


কাপ্তাইয়ে এসএসসিতে পাশের হার ৭০.৬২ শতাংশ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি 
সারাদেশে একযোগে প্রকাশিত হয়েছে ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। এ বছর এসএসসির ফলাফলে রাঙামাটির কাপ্তাই উপজেলায় গতবছরের তুলনায় কমেছে পাশের হার এবং জিপিএ-৫ এর সংখ্যা।

কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক প্রাপ্ত ফলাফলে এ বছর রাঙামাটি কাপ্তাই উপজেলা হতে ২০২৪ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১ হাজার ২৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৭ শত ২৬ জন এবং শতকরা পাশের হার ৭০.৬২ শতাংশ। অথচ ২০২৩ সালে পাশের হার ছিল ৭৬.৫৪ শতাংশ।

এছাড়া এ বছর মোট জিপিএ-৫ পেয়েছে ৫৭ জন। ২০২৩ সালে জিপিএ-৫ পেয়ে ছিল ৭৫ জন।

এদিকে এ বছর উপজেলায় অংশ নেওয়া ১৩টি মাধ্যমিক বিদ্যালয় থেকে মাত্র ৫টি বিদ্যালয়ের শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তৎমধ্যে কাপ্তাই নৌবাহিনী স্কুল থেকে ৩৮ জন, কাপ্তাই বিউবো উচ্চ বিদ্যালয় থেকে ১২ জন, কাপ্তাই উচ্চ বিদ্যালয় থেকে ২ জন, কাপ্তাই শহীদ সামদুদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন, এবং নারানগিরি স্কুল থেকে ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এদিকে দাখিল পরীক্ষায় কাপ্তাইয়ে পাশের হার ৯৭.৯০ শতাংশ। এ বছর উপজেলার ২টি মাদরাসা থেকে ৯৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৯৩ জন পরীক্ষার্থী। তৎমধ্যে কাপ্তাই আল আমিন নুরিয়া মাদরাসার থেকে ৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া কাপ্তাইয়ে কারিগরি পরীক্ষায় পাশের হার ৯৭.২২ শতাংশ। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া ৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৫ জন পাশ করেছে।

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান জানান, তার স্বাক্ষরিত বিবরণীতে কাপ্তাই উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষার সম্পূর্ণ ফলাফল প্রকাশ করা হয়েছে।

ইএইচ

Link copied!