Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

মধুপুরে বিশ্ব মা দিবস উদযাপন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মে ১২, ২০২৪, ০৫:১২ পিএম


মধুপুরে বিশ্ব মা দিবস উদযাপন

‘শেখ হাসিনার বার্তা, নারী পুরুষ সমতা’ এ স্লোগানে টাঙ্গাইলের মধুপুরে বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে রোববার দুপুরে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসাইনের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোসলেমা আক্তার মাসুদা, তারার মেলা কিন্ডারগার্টেনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরজাহান লাকী প্রমুখ।

এ সময় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারীসহ কিশোর কিশোরী ক্লাবের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে পৌরসভার কিশোর কিশোরী ক্লাবের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেন্ডার প্রোমোটার মো. সাইফুল ইসলাম।

ইএইচ

Link copied!