Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মির্জাপুর ক্যাডেট কলেজ এসএসসিতে শতভাগ জিপিএ-৫

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মে ১২, ২০২৪, ০৭:৫১ পিএম


মির্জাপুর ক্যাডেট কলেজ এসএসসিতে শতভাগ জিপিএ-৫

টাঙ্গাইলের মির্জাপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে ৪৪ জন অংশগ্রহণকারী শিক্ষার্থীই চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এতে করে বেশ আনন্দে মেতে উঠেছে উত্তীর্ণ শিক্ষার্থীরা।

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, দায়ান, তানজিদ, তুষার, তাসকিন,তাশফি, জুবায়ের, জাহিদ, রায়েত, সাদিক, ওমর, জায়েদ, আলিফ, মুহতাসিম, শ্রেয়াস, অহন, রওনক, তাজওয়ার, হাসিব, তাজ, আতিকুল, নওয়াজ, প্রান্ত, মাইনুল, নিহাল, মহিব, জারিফ, তৌকির, আবির, মোস্তাকিম, সাকিব, জাহিদুল, শেখ, তকি, বারশোন, রাফি, শাহরিয়ার, আশফাক, শর্গনিল, ফিদইয়ান, ইবনুল, সাদ, নাঈম, মেহরাব এবং কামরুজ্জামান।

এ ব্যাপারে মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল রিয়াজ আহমেদ চৌধুরী জানান, প্রতি বছরের মতো এবারও শিক্ষার্থীরা ভালো ফলাফল করে সুনাম অর্জন করেছে। আমাদের ক্যাডেট কলেজে কঠোর নিয়ম, শৃঙ্খলা, লেখাপড়ায় গুরুত্ব এবং শিক্ষকদের চেষ্টা ও অভিভাবকদের আন্তরিকতায় এই ফলাফল। এ অর্জন আমাদের একার নয় সারাদেশের। আশা করছি পরবর্তী দিনগুলোতে এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে শিক্ষার্থীরা।

ইএইচ

Link copied!