Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর প্রতিনিধি

মে ১২, ২০২৪, ০৮:২৫ পিএম


শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

লক্ষ্মীপুর জেলার দত্তপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সন্ধ্যা ৭টায় চন্দ্রগঞ্জ উপজেলাধীন দত্তপাড়া আলিম মাদরাসা ভবনের সম্মেলন কক্ষে এ আয়োজন করে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

দত্তপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এটিএম কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রফেসর নজরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, দত্তপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাজ বিজয় চক্রবর্তী, চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এম এ সামাদ, দত্তপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ইমাম হোসেন সুমন, সাধারণ সম্পাদক সামছুল আলম সবুজ, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী নিজাম, দত্তপাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন রবিন প্রমুখ।

এ সময় প্রায় ৫ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় আগামী ১৭ মে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

ইএইচ

Link copied!