Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

ফেনীতে সিএনজির যাত্রী সেজে ছিনতাই, পৃথক ঘটনায় গ্রেপ্তার ২

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

মে ১৩, ২০২৪, ০৯:৩৯ এএম


ফেনীতে সিএনজির যাত্রী সেজে ছিনতাই, পৃথক ঘটনায় গ্রেপ্তার ২

ফেনীতে সিএনজি অটোরিকশার যাত্রী সেজে ছিনতাইয়ের পৃথক ঘটনায় দুই দুর্বৃত্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. ইয়াছিন আরাফাত(২৩) ও নজরুল ইসলাম সৈকত(২৮)।

এর আগে, গোপন সংবাদের ভিত্তিতে সকালে শহরের নাজির রোড এবং সদর উপজেলার মোটবী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত একটি মোবাইল ও কিছু নগদ টাকা উদ্ধার করা হয়।

অপরদিকে গত ১২ মার্চ রাত সাড়ে ৮টার দিকে এমরান হোসেন সাকিব নামে ফেনীতে কর্মরত এক সেলসম্যান শহরের বিভিন্ন দোকান থেকে পাওনা টাকা কালেকশন করে নগদ ১ লক্ষ ৩৪ হাজার টাকা এবং ৮-৯ হাজার টাকার কসমেটিক নিয়ে মহিপাল যাওয়ার উদ্দেশ্যে ট্রাংক রোড থেকে সিএনজি অটোরিকশায় উঠে।

এরপর তাকে বহনকৃত সিএনজি অটোরিকশাটি ফেনী জিয়া মহিলা কলেজের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা ৩-৪ জন ছিনতাইকারী অস্ত্রেমুখে তাকে জিম্মি করে মৃত্যুর ভয় দেখিয়ে মারধর করে তার সাথে থাকা নগদ টাকা ও ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়।    

পরবর্তীতে ওই ভুক্তভোগীর দায়েরকৃত ফেনী মডেল থানার মামলায় সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শনসহ তথ্য প্রযুক্তির মাধ্যমে জেলার সদর উপজেলার মোটবী এলাকায় বিশেষ  অভিযান চালিয়ে নজরুলকে গ্রেপ্তার করা হয়।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াইংপ্রু মারমা বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয় স্বীকার করেছে এবং অন্য আসামিদের নাম ঠিকানা প্রকাশ করেছে।

তবে, ঘটনার সময় লুণ্ঠিত বাদীর মোবাইল ফোন ও নগদ টাকা এবং অপর ছিনতাইকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে বিভিন্ন স্থানে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ইএইচ

Link copied!