Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

এসএসসির ফলাফল ভালো না হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মে ১৩, ২০২৪, ০১:১৪ পিএম


এসএসসির ফলাফল ভালো না হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, কিন্তু ফলাফল ভালো না হওয়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে জান্নাতুল আক্তার (১৬) নামের এক শিক্ষার্থী।

সোমবার ভোরে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জামশা ইউনিয়নে গোলাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী জিন্দার আলীর মেয়ে জান্নাতুল আক্তার (১৬)। সে ৩. ৩৯ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়।

জানা যায়, এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়, এতে ওই শিক্ষার্থী পাশ করেন। কিন্তু ফলাফল তার মনের মতো না হওয়ায় অভিমানে তার বসত ঘরে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

এ বিষয়ে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম জানান, আমরা বিষয়টি শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!