Amar Sangbad
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪,

মোটরসাইকেল কিনে না দেওয়ায় টিকটকারের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

মে ১৩, ২০২৪, ০১:২২ পিএম


মোটরসাইকেল কিনে না দেওয়ায় টিকটকারের আত্মহত্যা

মোটরসাইকেল কিনে না দেওয়ায় নড়াইলের কালিয়া পৌরসভার গোবিন্দনগর গ্রামে আরমান আহমেদ খান নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

রোববার রাতে এ ঘটনা ঘটে। নিহত আরমান আহমেদ খান কালিয়া পৌরসভার গোবিন্দনগর গ্রামের হান্নান খানের ছেলে।

পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ কুমার বর্মণ জানান, আরমান ফেসবুক ও টিকটকে ভিডিও তৈরি করে আপলোড করতেন। অনেকেই তাকে টিকটকার আরমান নামে চিনত।

আরমানের এক প্রতিবেশী জানান, আরমানের একটি মোটরসাইকেল ছিল। নতুন আরেকটি মোটরসাইকেলের জন্য পরিবারকে চাপ দিচ্ছিল সে। দাবি না মানায় আত্মহত্যা করেছেন তিনি।

কালিয়া থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

ইএইচ

Link copied!