Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মাটিরাঙ্গায় সিএজির ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশেষ সেবা কার্যক্রম উদ্বোধন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

মে ১৩, ২০২৪, ০২:১৬ পিএম


মাটিরাঙ্গায় সিএজির ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশেষ সেবা কার্যক্রম উদ্বোধন

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১২ থেকে ১৪ মে তিন দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের আয়োজনে বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম ও আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিশেষ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।

মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হকের সঞ্চালনায় এ সময় মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো. সবুজ আলী, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ আবুল হাসনাত, মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আরিফুল মোল্লা, মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো. শাহজাহান প্রমুখ বক্তব্য দেন।

অন্যান্যের মাঝে মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ, উপজেলা খাদ্য কর্মকর্তা শৈলেন্দ্র লাল চাকমা, উপজেলা মাধ্যমিক অ্যাকাডেমিক সুপারভাইজার মো. শরিফুল ইসলাম বিদ্যুৎ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অংহ্লাপ্রু মারমা, উপজেলা হিসাব রক্ষণ কার্যালয়ের অডিটর সুব্রত বিকাশ ত্রিপুরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. শাহ আলম বলেন, সিএজির ৫১তম প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষ্যে ১২ থেকে ১৪ মে তিন দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। বিশেষ সেবা কার্যক্রমের আওতায় দৈনন্দিন রুটিন সেবা ছাড়াও মাটিরাঙ্গা উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে বেতন-ভাতা, পেনশন, জিপিএফসহ অন্যান্য বিশেষ সেবা প্রদান করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী বলেন, অডিট এন্ড একাউন্টস ডিপার্টমেন্টের সকল কর্মচারীকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে জনগণকে সেবা প্রদান করা অধিকতর নিষ্ঠা ও দায়িত্বশীলতা নিয়ে মানসম্পন্ন হিসাব ও নিরীক্ষা প্রতিবেদন প্রণয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সরকারি সম্পদ ব্যবহার করার আহ্বান জানান।

তিন দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানসহ নবযোগদানকৃত ইউপি হিসাব সহকারী, সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!