Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ঢাকা ক্লাব, গুলশান ক্লাব আমি চিনি না: মুজিবুল হক চুন্নু

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

মে ১৩, ২০২৪, ০৩:৫২ পিএম


ঢাকা ক্লাব, গুলশান ক্লাব আমি চিনি না: মুজিবুল হক চুন্নু

জাতীয় পার্টির মহাসচিব বিরোধীদলীয় চিফ হুইপ ও কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু বলেছেন, ঢাকা ক্লাব, গুলশান ক্লাব আমি চিনি না। এ ক্লাবগুলি কোথায় আমি জানি না। কারণ আমি সারাদিন সব কাজ শেষ করে সন্ধ্যার মধ্যে বাসায় ফিরে আসি। বাসায় এসে পরিবারকে সময় দেই। আমি যদি সন্ধ্যার পর বাইরে ঘুরাফেরা করতাম বিভিন্ন ক্লাবে যাইতাম তাহলে বন্ধুবান্ধবের সাথে আড্ডা হইতো ঢাকা ক্লাব, গুলশান ক্লাব চিনতাম।

সোমবার দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে স্টুডেন্টস উইক-২০২৪ উপলক্ষ্যে আয়োজিত পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মুজিবুল হক চুন্নু বলেন, দেশ স্বাধীনের পূর্বে জনসংখ্যা ছিল মাত্র সাড়ে ৭ কোটি। তখন চরম খাদ্য ও বস্ত্রের অভাব ছিল। বর্তমানে কিন্তু দেশে কোন খাদ্য ঘাটতি নেই। বস্ত্রের অভাব নেই। আগে মানুষের ১টা জামা ছিল। এখন জামা কাপড়ের অভাব নেই। দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস পণ্য রপ্তানিকারক দেশ। বাংলাদেশের তৈরি পণ্য বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যায়।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মুজিবুল হক চুন্নু বলেন, মানবিক ডাক্তার হতে হবে। কমার্শিয়াল ডাক্তার হলে চলবে না। আগে মানবতা তারপর টাকা পয়সা ইনকামের চিন্তা করতে হবে।

প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আ.ন.ম. নৌশাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক ডা. মো. মতিউর রহমান, প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক ডা. সাইয়েদুর রহমান, প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. এ এস এম শহীদুল্লাহ, প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্যারিস্টার রিয়াদ আহমেদ তুষার, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।

আলোচনা সভা শেষে স্টুডেন্টস উইক-২০২৪ উপলক্ষ্যে অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইএইচ

Link copied!