Amar Sangbad
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪,

দাগনভূঞায় হুইস্কিসহ মাদক কারবারি গ্রেপ্তার

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি:

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি:

মে ১৪, ২০২৪, ০৪:০৮ পিএম


দাগনভূঞায় হুইস্কিসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফেনীর দাগনভূঞায় ১৫ বোতল হুইস্কি এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১৪ মে) থানার এসআই আজমগীর সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সোমবার (১৩ মে) রাতে তাঁর নেতৃত্বে পুলিশের একটি টিম ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করেন।

গ্রেফতারকৃত মোঃ সালমান (বাবু) খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলার জয়নাল আবেদীন ছেলে।তবে, দীর্ঘদিন ধরে সে ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া এলাকায় অবস্থান করে বিভিন্ন এলাকায় মাদক কারবার চালিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়,অভিযানের রাতে গোপন সংবাদের ভিত্তিতে দাগনভূঞা এলাকার রামানন্দপুর ন্যাশনাল ব্রীক ফিল্ডের সামনে থেকে মাদকবাহী একটি সিএনজি অটোরিকশা তল্লাশি হুইস্কিগুলো জব্দ ও তাকে আটক করা হয়।

দাগনভূঞা থানার ওসি মোঃ আবুল হাসিম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত এঘটনায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিআরইউ

Link copied!