Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪,

শাহজাদপুরে পুকুর থেকে উদ্ধার হল আদিবাসী যুবকের লাশ!

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

মে ১৪, ২০২৪, ০৪:১৩ পিএম


শাহজাদপুরে পুকুর থেকে উদ্ধার হল আদিবাসী যুবকের লাশ!

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদের পুকুর থেকে বাগদিপাড়ার দুলাল চন্দ্র দাসের ছেলে জীবন দাসের(৩৫) লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে উপজেলা পরিষদের পুকুরে ডুবে থাকা জীবনকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জীবন দাসের পরিবারের দাবি, মঙ্গলবার দুপুরে জীবন উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। পরে শিশু-কিশোররা পুকুরে নামলে ডুবে যাওয়া জীবন পায়ের সাথে বাধলে তারা চিৎকার করলে স্থানীয়রা উদ্ধার করে ক্লিনিকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি( তদন্ত) আসলাম হোসেন বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে এতে পরিবারের পক্ষ থেকে কোনো মামলা হলে তা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিআরইউ

Link copied!