Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

জাজিরায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্র মৃত্যু

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি

মে ১৪, ২০২৪, ০৭:৪৫ পিএম


জাজিরায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্র মৃত্যু

শরীয়তপুরের জাজিরায় টিনের চালা অন্যত্র সরাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে রানা মৃধা (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে উপজেলার পালেরচর ইউনিয়নের মোল্লা কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রানা মৃধা ওই এলাকার দেলোয়ার মৃধার ছেলে। তিনি পালেরচর দড়িকান্দি আব্দুল গনি উচ্চ
বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে দেলোয়ার মৃধা তার বসতঘর নতুন করে মেরামত করছিলেন। ঘরের একটি টিনের চালা সরাতে সাহায্য করছিলো ছেলে রানা মৃধাসহ বেশ কয়েকজন। এসময় টিনের চালাটি অসতর্কতা বসত বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসলে বিদ্যুতায়িত হয়ে পড়ে রানা মৃধা। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী আবুল ভুঁইয়া বলেন, আমরা কয়েকজন মিলে দেলোয়ার ভাইয়ের টিনের চালা সরাচ্ছিলাম। হঠাৎ করে দেখি রানা মাটিতে পড়ে আছে। তখন উপরে তাকিয়ে দেখি চালাটি বিদ্যুতের তাঁর লাগানো ছিল। পরে সবাই রানাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যাই।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরের মৃত্যুর খবর পেয়েছি। ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরএস

Link copied!