Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শেরপুরে কোটি টাকার অবৈধ চিনিসহ আটক-১

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি :

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি :

মে ১৫, ২০২৪, ১০:১৬ এএম


শেরপুরে কোটি টাকার অবৈধ চিনিসহ আটক-১

শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের চোরাই ভারতীয় চিনি আটক করেছে শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)‌।

১৪ মে মঙ্গলবার বিকেলে পুলিশ সুপার মো. আকরামুল হোসেন বিপিএম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

সোমবার (১৩ মে)  রাতে উপজেলার প্রত্যন্ত পাহাড়ি এলাকা কাকরকান্দি থেকে অবৈধভাবে ভারত থেকে আনা পৌনে এক কোটি টাকা মূল্যের ১২৯২ বস্তা ভারতীয় চিনি আটক করে ডিবি পুলিশ শেরপুর। 

এসময় কাকরকান্দি  গ্রামের জনৈক শের আলীর ছেলে রহুল আমিন নামের এক চিনি ব্যবসায়ীকে আটক করেন ডিবি পুলিশ। পরে উদ্ধারকৃত চিনি গুলো নালিতাবাড়ি থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে নালিতাবাড়ি থানায় একটি মামলা হয়েছে। 

পুলিশ জানায়, ভারত থেকে সীমান্ত দিয়ে অবৈধভাবে আমদানিকৃত চিনি বিভিন্ন কোম্পানির মোড়কে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এ দিন বিকেল থেকে  গভীর রাত পর্যন্ত এ অভিযান চালিয়ে ১২শ ৯২ বস্তা চিনি জব্দ  করা হয়। 
নবাগত পুলিশ সুপার মো.আকরামুল হোসেন বিপিএম বলেন, ‘সরকারের টেক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে পাচারকৃত চিনির ব্যাপারে পুলিশের কাছে তথ্য আসায় পুলিশ অভিযান চালায়। এসময় এক জনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে এর সাথে জড়িতদের বের করে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।’

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত) খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড আপস) আরাফাতুল ইসলাম, গোয়েন্দা বিভাগের ওসি আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

বিআরইউ

Link copied!