Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মাগুরায় ২ অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করল র‌্যাব-৬

মাগুরা জেলা প্রতিনিধি:

মাগুরা জেলা প্রতিনিধি:

মে ১৫, ২০২৪, ১২:২৮ পিএম


মাগুরায় ২ অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করল র‌্যাব-৬

মাগুরার শ্রীপুরে দেশীয় তৈরি পাইপগানসহ ২ অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র‌্যাব-৬।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) গোরস্থান মোড় এলাকার খামারপাড়া বাজার থেকে র‌্যাব-৬ এর একটি  অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারিদের অবস্থান চিহ্নিত করে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত ৮.৩০ টায় গোরস্থান মোড় খামারপাড়া বাজার এলাকার বায়তুন নুর মসজিদের পাশে পাকা রাস্তার উপর একটি বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ মিন্টু বিশ্বাস(৩৯) ও মোঃ ইব্রাহিম বিশ্বাস(২৫) কে গ্রেফতার করে।

এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামিদের থেতে ২ টি দেশীয় তৈরি পাইপগানসহ নগদ টাকা ও দুইটি মোবাইল জব্দ করা হয়।  

পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত ২ আসামিকে মাগুরা জেলার শ্রীপুর থানায় হস্তান্তরের পাশাপাশি অস্ত্র আইনে মামলা করা হয়।

বিআরইউ
 

Link copied!