Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

আম পাড়তে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে মুরগী দোকানির মৃত্যু!

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

মে ১৫, ২০২৪, ০১:৩৩ পিএম


আম পাড়তে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে মুরগী দোকানির মৃত্যু!

চট্টগ্রামের রাউজান উপজেলায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে এয়াকুব নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ মে) সকালে উপজেলার উরকিরচর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ২৫ বছর বয়সী এয়াকুব ওই এলাকার মৃত নুরুল ইসলাম খাঁ এর ছেলে। তিনি স্থানীয় নিজ বাড়ির পাশে একটি মুরগির দোকান করতেন।

স্থানীয় লোকজন জানান, তার বসতঘরের অদূরে অবস্থিত নিজের ব্যবসায় প্রতিষ্ঠান মুরগীর দোকানের পাশের একটি আম গাছে উঠে লোহার রড দিয়ে আম পাড়ার সময় ৩৩ হাজার বোল্টের বিদ্যুৎবাহী তারের স্পর্শে বিদ্যুতায়িত হয়ে আম গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল ও ইউপি সদস্য সাজ্জাদ শাহ বিষয় টি নিশ্চিত করে বলেন, গাছে উঠে লোহার রড দিয়ে আম পাড়তে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে ইয়াকুব নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে মুরগি দোকানি ছিল।

বিআরইউ
 

Link copied!