Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

হরিরামপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মে ১৫, ২০২৪, ০১:৫৪ পিএম


হরিরামপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার হরিরামপুর উপজেলার কনফারেন্স রুমে পুষ্টি সপ্তাহ পাল উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেরুবা পান্নার তত্ত্বাবধানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান।

সভায় বক্তারা, সুষম ও পুষ্টিকর খাদ্যের উপকারিতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে জনগণকে সচেতন করা, সুস্থ ও ফিট থাকার জন্য পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণে সচেতন করা, কিশোর-কিশোরী, শিশুদের ও মায়েদের পুষ্টির গুরুত্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া। সরকারি নীতি ও পরিকল্পনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাসহ পুষ্টি সপ্তাহের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত সকলকে স্বাস্থ্য সুরক্ষায় পুষ্টি ঘাটতি পূরণে আন্তরিক ভবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, চিকিৎসক, সাংবাদিকসহ নার্সরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!