Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

রাজবাড়ীতে প্রকৌশলীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

মে ১৫, ২০২৪, ০২:১৮ পিএম


রাজবাড়ীতে প্রকৌশলীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রকাশ্যে দিবালোকে গাছ চুরির অভিযোগে ঢাকা ওয়াসার প্রকৌশলী ইঞ্জিনিয়ার আল আমিনসহ ৫ জনের বিরুদ্ধে গাছ চুরির অভিযোগে মামলা হয়েছে।

রাজবাড়ীর ৪নং আমলি আদালতের বিচারক মৌসুমি সাহার নির্দেশে সোমবার বালিয়াকান্দি থানায় মামলা রেকর্ড হয়েছে।

উপজেলার নারুয়া ইউনিয়নের খালিয়া গ্রামের আব্দুর রহমান বলেন, ঢাকা ওয়াসার প্রকৌশলী ইঞ্জিনিয়ার আল আমিনের নির্দেশে শহিদুল্লাহ মুন্সির নেতৃত্বে আহসান ওরফে আহো, রাজীব মন্ডল, সাঈদ ফকিরসহ ৪০-৪৫ জন গত ২০ এপ্রিল বিকাল ৩টার দিকে করাত দিয়ে ৩০ বছর বয়সী একটি তাল গাছ, একটি বড় আম গাছ ও একটি মেহগনি গাছ চুরি করে।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা বলেন, আদালতে মামলা দায়ের করলে রাজবাড়ীর ৪নং আমলি আদালতের বিচারক মৌসুমি সাহা মামলাটি বালিয়াকান্দি থানার ওসিকে এফআইআর করার নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশে সোমবার মামলা রেকর্ড হয়েছে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, আদালতের নির্দেশে মামলা রেকর্ড করা হয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ইএইচ

Link copied!