Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ভৈরবে শ্রমজীবী ও পথচারীদের মাঝে ছাতা বিতরণ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

মে ১৫, ২০২৪, ০২:৪৮ পিএম


ভৈরবে শ্রমজীবী ও পথচারীদের মাঝে ছাতা বিতরণ

কিশোরগঞ্জের ভৈরবে আবারো শুরু হয়েছে তীব্র তাপদাহ। এই তাপদাহে সাধারণ শ্রমজীবী মানুষ ও পথচারীদের কষ্ট লাঘবে ছাতা বিতরণ করেছে ভৈরব উপজেলা স্বেচ্ছাসেবক দল।

বুধবার বেলা ১১টায় পৌর শহরের বঙ্গবন্ধু সরণির সালাম প্লাজার সামনে শতাধিক শ্রমজীবী ও পথচারীদের হাতে শতাধিক ছাতা তুলে দেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুল ইসলাম সুজনের নেতৃত্বে ছাতা বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা উজ্জ্বল মিয়া, জামান মিয়া, যুগ্ম আহ্বায়ক দিদার হোসেন পিন্টু, মুছা মিয়া, শিবপুর ইউনিয়নের আহ্বায়ক সানাউল্লাহ, সদস্য সচিব জাকির মেম্বার, আব্দুর রহমান, শফিক আহমেদ, আগানগর ইউনিয়নের আহ্বায়ক শাহা আলম, শিমুলকান্দি ইউনিয়নের আলামিন মেম্বার, শ্রীনগর ইউনিয়নের রেনু মিয়া প্রমুখ।

ইএইচ

Link copied!