Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

গাংনীতে মিষ্টির দোকানকে লাখ টাকা জরিমানা

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মে ১৫, ২০২৪, ০৪:৫২ পিএম


গাংনীতে মিষ্টির দোকানকে লাখ টাকা জরিমানা

অপরিচ্ছন্ন পরিবেশ ও খাদ্যপণ্যের মূল তালিকা না থাকার অভিযোগে মেহেরপুরের গাংনী উপজেলা শহরের মেসার্স আমিন মিষ্টান্নের মালিক রাসিদুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরের দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে জরিমানা আদায় করে। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুরের কর্মকর্তা সজল আহমেদ।

সজল আহমেদ জানান, হোটেলে নোংরা, অপরিচ্ছন্ন ও অব্যবস্থাপনার অভিযোগে মেসার্স আমিন মিষ্টান্নের মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ইএইচ

Link copied!