Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নড়াইলে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

নড়াইল প্রতিনিধি

নড়াইল প্রতিনিধি

মে ১৫, ২০২৪, ০৬:১৬ পিএম


নড়াইলে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

নড়াইল সদর পৌরসভার একটি নির্মাণাধীন বহুতল ভবন থেকে জয় গোস্বামী (১৭) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নড়াইল সদর থানা পুলিশ।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল সদর পৌরসভার রূপগঞ্জ বাজার এলাকার একটি নির্মাণাধীন বহুতল ভবন থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নড়াইল সদর থানা পুলিশের ওসি মো. সাইফুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জয় গোস্বামী সদর পৌরসভার বাহিরডাঙ্গা এলাকার পরিমল গোস্বামীর ছেলে। সে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ওসি মো. সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইএইচ

Link copied!