Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বজ্রপাতে নিহত ও ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

মে ১৫, ২০২৪, ০৭:১২ পিএম


বজ্রপাতে নিহত ও ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বজ্রপাতে নিহত সমিকা ত্রিপুরা ও ঝড়ে বসত ঘর ভেঙে যাওয়া মোমেনা বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছেন মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।

বুধবার দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসকের পক্ষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী খাগড়াছড়ি জেলা প্রশাসকের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে নিহত সমিকা ত্রিপুরার স্বামী সুচেল বিকাশ ত্রিপুরা হাতে অনুদানের ২০ হাজার টাকার চেক, ঢেউটিন ও ঝড়ে বসতঘর ভেঙে যাওয়া মোমেনা বেগেমের হাতে নগদ অর্থ ঢেউটিন তুলে দেন।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মিজানুর রহমান, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. রুহুল আমিন, নিহতের স্বামী সুচেল বিকাশ ত্রিপুরাসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!