Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন: দুমকিতে চেয়ারম্যান প্রার্থীকে শোকজ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

মে ১৫, ২০২৪, ০৭:২৮ পিএম


নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন: দুমকিতে চেয়ারম্যান প্রার্থীকে শোকজ

পটুয়াখালীর দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চেয়ারম্যান পদ প্রার্থী ড. হারুণ অর রশীদ হাওলাদারকে শোকজ নোটিশ দিয়েছে প্রশাসন।

বুধবার সকালে পটুয়াখালীর রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার স্বাক্ষরিত চিঠিতে ওই প্রার্থীকে ৩ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করেছেন।

পটুয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার যাদব চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জনচলাচলে বিঘ্ন সৃষ্টি করে নির্বাচনি সভা করা ও উসকানিমূলক বক্তব্যে আচরণবিধি লঙ্ঘনের কারণে তাকে শোকজ নোটিশ প্রদান করা হয়েছে। নির্বাচনি আচরণবিধি অগ্রাহ্য করলে প্রার্থিতা বাতিলসহ পরবর্তী প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেয়া হবে।

এ বিষয়ে জানতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ড. হারুণ অর রশীদ হাওলাদার বলেন, বিষয়টি আমি অবহিত আছি আগামী ১৯ তারিখের মধ্যে লিখিত জবাব চেয়েছেন আমি দিয়ে দিব।

ইএইচ

Link copied!