Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪,

পুকুরে ডুবে শিশুর মৃত্যু

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

মে ১৬, ২০২৪, ০৩:০৯ পিএম


পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সাতক্ষীরার তালায় পুকুরে ডুবে ফায়াজ মোড়ল (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তালা সদরে বারুইহাটি গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত ফায়াজ মোড়ল বারুইহাটি গ্রামে মফিজুল মোড়লের ছেলে ও বারুইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ফায়াজ তার মার সাথে বাড়ির পাশে মাঠে ছাগল চরাতে যায়। এ সময় অসাবধানতাবশত সে ঘেরের একটি পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে অজ্ঞান অবস্থায় পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার করে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এদিকে শিশু ফায়াজের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।

ইএইচ

Link copied!